নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:

সাদ্দাম হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
সোনালী ব্যাংক ঠাকুরগাঁও আঞ্চলিক শাখায় ৩ কর্মকর্তাকে মারপিটের ঘটনায় ৭ কর্মচারীকে দেশের ৭ জেলায় স্ট্যান্ড

 

রিলিজ করেছে হেড অফিস।

আজ মঙ্গল বার ঢাকা সোনালী ব্যাংক হেড অফিস এক চিঠিতে ঠাকুরগাঁওয়ে সোনালী ব্যাংকের ৭ কর্মচারীকে ৭টি জেলায় স্টেন রিলিজ করেছে। স্টেন রিলিজ কর্মচারীরা হলেন- ঠাকুরগাঁও আঞ্চলিক অফিসের অফিসার (ক্যাশ) আনোয়ারুল হককে মুন্সিগঞ্জে, অফিসার রইসুল আলমকে নরসিনদিতে, সোনালী ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার জুনিয়ার অফিসার দবিরুল ইসলামকে মাদারিপুরে, রানীশংকৈল শাখার জুনিয়ার অফিসার দবিরুল ইসলামকে ফরিদপুরে, শিবগঞ্জ শাখার অ্যাসিসট্যান্ট অফিসার আতাউর রহমানকে জামালপুরে, আখানগর শাখার অ্যাসিসট্যান্ট অফিসার মকবুল হোসেনকে কুমিল্লায়, পঞ্চগড় দেবিগঞ্জ শাখার সাপোর্টিং অফিসার এনামুল হককে ব্রাক্ষণবাড়িয়া।

উল্লেখ্য, গত ৯ জুলাই বৃহস্পতিবার সোনালী ব্যাংকের কর্মচারীরা প্রধান অফিসের এজিএম আল মামুন মনসুর আলম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ গোলাম রসুল, সিনিয়র অফিসার আমিরুল হককে মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। ব্যাংকের লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ওই দিনেই রংপুর বিভাগ থেকে চার সদস্যর একটি টিম তদন্ত করার জন্য ঠাকুরগাঁওয়ে আসে। তদন্ত শেষে ঠাকুরগাঁও জেলার সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার সাত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

নিউজবাংলা/একে