নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:
ঢাকা : তোশিবার প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট হিসাও তানাকা পদত্যাগ করেছেন। গত ছয় বছর ধরে প্রতিষ্ঠানের মুনাফার বিবরণ অতিরঞ্জিত হারে প্রকাশের দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি।

এখন প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন তোশিবার চেয়ারম্যান মাসাশি মুরোমাচি।

সোমবার তোশিবার অতিরঞ্জিত মুনাফার অনুসন্ধানে নিয়োজিত স্বাধীন কমিশন জানায়, তোশিবার ঘোষিত কার্যক্রম মুনাফা ১২২ কোটি ডলার প্রকৃত মুনাফার থেকে তিন গুণ বেশি।

কেলেঙ্কারির দায় স্বীকার করে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানির প্রেসিডেন্ট হিসাও তানাকা এবং কোম্পানির ভাইস চেয়ারম্যান নারিও সাসাকি পদত্যাগ করবেন।

নিউজবাংলা/একে