নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:

গোপালগঞ্জ: নবনিযুক্ত ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার দুপুরে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।
পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।
এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, শেখ আব্দুল হালিম, সেলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন, পুলিশ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে পৃথক পৃথক মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের ডাক হম্বি তম্বি ছাড়া আর কিছুই নয়। অতীতেও তিনি আন্দোলন করেছেন। তার আন্দোলনে মানুষের কোনো সম্পৃক্ততা নেই। জনগণের কোনো ভূমিকা নেই। তিনি অনেক কিছুই চিন্তা করেন। অনেক কিছুই স্বপ্ন দেখেন। এ চিন্তা থেকে আন্দোলনের নামে হুমকি ধামকি দেন। আমাদের জনগণ এটা পছন্দ করেন না। জনগণই খালেদা জিয়ার হম্বি তম্বির সার আন্দোলন প্রতিহত করবে।’
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘৫ বছরের আগে নির্বাচন হবে না। সাংবিধানিকভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি অংশ নিলে জনগণ যদি তাদের ভোট দেয় তা হলে তার ক্ষমতায় যাবে।’
বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে একটি কমিটি রয়েছে। সে কমিটিতে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও আমি রয়েছি। কমিটি খুনীদের ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ ও সংস্থার সাথে কাজ করছে।’ তবে কবে নাগাদ খুনীদের ফিরিয়ে আনা হবে তা তিনি টাইম ফ্রেম করে বলতে পারেনি।
রাজন হত্যার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এ ঘটনায় কেউ পার পাবেনা। সৌদি আরবে গ্রেপ্তারকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। এত বড় অন্যায় যাদের সামনে সংগঠিত হয়েছে, তারা পুলিশে খবর না দিয়ে এ অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। সামাজিকভাবে নেতা, সমাজসেবকসহ সবার দায়িত্ব অন্যায় প্রতিকার করা। এ ঘটনায় সবাইকে বিচারের মুখোমুখি করা হবে কাউকে ছাড় দেয়া হবে না। হত্যাকারী, অপরাধী ও সন্ত্রাসীদের বিচার করা হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সততা নিষ্ঠা ও বিস্বস্ততার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘মানবপাচারকারী, সহয়তাকারী, আশ্রয়দাতাসহ সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বল্প খরচে সহজে বিদেশে মানুষ পাঠানোর ব্যবস্থা করে সমুদ্র পথে মানাবপাচার বন্ধ করা হবে। সৌদি আরবের নারীকর্মী পাঠাতে বিরূপ প্রচার প্রচারনায় পড়েছে। আমরা ইতোমধ্যে নারীকর্মী সেখানে পাঠানো শুরু করেছি। এ ব্যাপারে পক্ষে প্রচার করে নারীকর্মী প্রেরণ তরান্বিত করা হবে। মালয়েশিয়াসহ সব দেশের সঙ্গে শ্রম বাজার চালু করে অনেক শ্রম শক্তি সেখানে পাঠানো হবে।’
ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মেধা শ্রমদিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করে গতিশীল করব। অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করব। প্রধানমন্ত্রীর পরামর্শে তার নির্দেশিত পথে দেশের জনগণের সেবা করে যাবো।’
এদিকে, ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে গোপালগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউসে তারানা হালিমের সঙ্গে গোপালগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু, সহসভাপতি রতন কুমার বালা, কাজী আসলামউদ্দিন টোকনসহ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম বঙ্গবন্ধুর আদর্শে সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বলেন, ‘বাঙালির হাজার বছরের সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে জঙ্গিবাদ, কুপমন্ডুতা, সন্ত্রাসবাদ রুখতে হবে।’

নিউজবাংলা/একে