সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত
নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে প্রায় সাত শতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকা যাওয়ার সময় শহরের মাহমুদপুর মহল্লায় ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।
ট্রেনটি সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত বগিটি রেখে বাকি পাঁচ বগি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। ওই বগির যাত্রীরা গাদাগাদি করে পাঁচ বগিতে উঠে পড়েন।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, কি কারণে এমনটি হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে স্কেল দিয়ে মেপে দেখা গেছে, লাইনের বিভিন্ন স্থানের ক্লিপ সরে গেছে। অধিক বৃষ্টির কারণে কাঠের স্লিপার থেকে ক্লিপ সরে যাওয়ায় এমনটি হতে পারে। বগিটির কয়েকটি চাকা লাইন থেকে সরে অনেক দূরে চলে গেছে। ঈশ্বরদীতে সংবাদ দেওয়া হয়েছে। টেকনিক্যালম্যান আসলে জগ লাগিয়ে বগিটি লাইনে উঠান হবে। এটি শেষ করতে বিকেল হয়ে যেতে পারে বলেও জানান তিনি।
সিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ট্রেনটি বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে পেছনের গার্ড বগির চাকা ছিটকে স্লিপারের উপর চলে আসে। এতে কেউ হতহাত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। পরে প্রায় এক ঘণ্টা পর গার্ড বগিটি রেখেই যাত্রীবাহী বাকি পাঁচটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
নিউজবাংলা/একে