এর আগে গ্রাহকরা এই প্লাটফরম ব্যবহার করে শুধু এয়ারটাইম রিচার্জের সুবিধা গ্রহণ করতে পারতেন।
ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার এবং গ্রাহকদের পরিবর্তিত জীবনধারার প্রেক্ষিতে তাদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে রবি তাদের সুবিধাজনক ডিজিটাল রিচার্জ প্লাটফরমে ডাটা কেনার ফিচারটি যোগ করেছে।
এখন ডাটা প্যাক কেনার জন্য রবি গ্রাহকদের আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই। রিচার্জ ডটরবি ডটকম ডটবিডি (recharge.robi.com.bd) সাইটটি ভিজিট করে তারা সহজেই এ প্রয়োজনটি মেটাতে পারেন। রিচার্জ প্লাসে বর্তমানে তিনটি ডাটা বান্ডেল রয়েছে। রিচার্জ প্লাসের ডাটা প্যাকগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য নয়।
রিচার্জ প্লাসে গ্রাহকরা ১০৯ টাকায় ৭ দিন মেয়াদী ২৫০ মেগাবাইট ডাটা, ২৮৯ টাকায় ৩০ দিন মেয়াদী ৮৫০ মেগাবাইট ডাটা এবং ৪০৩ টাকায় ৩০ দিন মেয়াদী ১ হাজার ৪০০ মেগাবাইট ডাটা কিনতে পারবেন।
বিকল্প রিচার্জ চ্যানেল রিচার্জ প্লাসের মাধ্যমে এয়ারটাইম বা ডাটা প্যাক কেনার জন্য গ্রাহককে রিচার্জ নাম্বার, ডাটা বা এয়ারটাইম রিচার্জের পরিমাণ ও তার ইমেইল অ্যাড্রেস প্রদান করতে হবে। ‘রিচার্জ নাউ’ অপশনে ক্লিক করার পর গ্রাহককে তার পছন্দের পেমেন্ট মেথডটি (কার্ড/নেট ব্যাকিং/এমএফএস) বাছাই করতে হবে। পেমেন্ট মেথডটি বাছাই করার পর গ্রাহককে সে অনুযায়ী তার কাঙ্খিত পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে।
*৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করে গ্রাহক তার ডাটা ব্যালেন্স ও মেয়াদ জানতে পারবেন।