নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:
ঢাকা: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সফরকারী দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৪১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

 

মঙ্গলবার টেস্টের প্রথম দিন শেষে মুস্তাফিজ ও জুবায়েরের অসাধারণ বোলিং নৈপূণ্যে প্রোটিয়াদের ২৪৮ রানে গুটিয়ে দেয়ার পর দিন শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। ইমরুল কায়েস ৫ ও তামিম ইকবাল ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
মঙ্গলবার টেস্টের প্রথম দিনের লাঞ্চ পর্যন্ত চালকের আসনেই ছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। ১ উইকেটে ১০৪ রান নিয়ে লাঞ্চে যায় প্রোটিয়ারা। চা বিরতিতে যাওয়ার আগেও স্বস্তিতে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর স্বাগতিক বোলারদের তোপে পড়ে মাত্র ২৪৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা।


মূলত মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেনের দুটি ওভারই দিন শেষে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। মুস্তাফিজ এক ওভারে তিনটি এবং জুবায়ের এক ওভারে দুটি উইকেট নিয়ে নিয়ে প্রোটিয়াদের ধসিয়ে দেন।
১৩৬ রানের মাথায় ৩ বলের ব্যবধানে ডিন এলগার ও ডু প্লেসিস সাজঘরে ফেরেন। এরপর বাভুমা ও হাশিম আমলার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রান তখন ৩ উইকেটে ১৭৩ রান। এরপরই চমক দেখান মুস্তাফিজুর রহমান।
ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠা হাশিম আমলাকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের করা ৬০তম ওভারের প্রথম বলে আমলা উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।
চমকের তখনও বাকি ছিল। দ্বিতীয় বলে জেপি ডুমিনিকে আউট করে হ্যাটট্টিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন মুস্তাইফজুর রহমান। তৃতীয় বলটি কোনো রকম ঠেকিয়ে মুস্তাফিজকে হ্যাটট্টিকবঞ্চিত করলেও পরের বলে আর রক্ষা হয়নি কুইন্টন ডি ককের। সরাসরি বোল্ড হয়ে তিনিও সাজঘরে ফিরলেন।
এরপর সপ্তম উইকেটে টেম্বা বাভুমা ও ফিলান্ডার মিলে ৩৫ রানের জুটি গড়েন। কিন্তু জুবায়েরের আঘাতে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। জুবায়েরের ফ্লাইট বলে বিভ্রান্ত হয়ে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন ফিল্যান্ডার। নিচু হয়ে দুর্দান্ত দৃঢ়তায় ক্যাচটি লুফে নেন সাকিব আল হাসান।


কিছুক্ষণ পর জুবায়েরের বলে মুমিনুলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সিমন হার্মার। শর্ট লেগ থেকে কভারে দৌড়ে গিয়ে অসাধারণ দৃঢ়তায় ক্যাচটি লুফে নেন মুমিনুল। এরপর ক্রিজে এসে প্রথম বল থেকে ২ রান নেন ডেল স্টেইন। কিন্তু জুবায়েরের করা পরের বলেই তামিম ইকবালকে ক্যাচ দিয়ে তিনিও সাজঘরে ফেরেন। এরপর আক্রমণে এসে একপ্রান্ত আগলে রাখা বাভুমাকে আউট করে প্রোটিয়াদের ইনিংস ২৪৮ রানে আটকে রাখেন মুস্তাফিজ। মুস্তাফিজের করা বলে কাট করতে গিয়ে ডিপ মিড-উইকেটে জুবায়েরকে ক্যাচ দেন বাভুমা।
২৪৮ রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেয়ার পর দিনের শেষ ২ ওভারে বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ।

নিউজবাংলা/একে