নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:
রাজশাহী: রাজশাহীতে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগের আট জেলার (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও জয়পুরহাট) উপজেলা পরিষদের সর্বমোট ১৮৬ জন নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এ সময় বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ বলেন, কোনো দেশ নারীর ক্ষমতায়ন পুরোপুরি বাস্তবায়ন ছাড়া উন্নয়নের সর্বোচ্চ লক্ষে পৌঁছতে পারে না। বর্তমান সরকার তাই সে কাজটিই করে যাচ্ছে।

তিনি বলেন, নারীরা সর্বক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারও নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে উপজেলা প্রশাসনের কাজে আরও গতি আসবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার ও স্থানীয় সরকার বিভাগের রাজশাহী পরিচালক আমিনুল ইসলাম।

নিউজবাংলা/একে