মন্দিরে সংঘর্ষে ৪ দর্শনার্থীর কারাদণ্ড
নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:
দিনাজপুর: মন্দিরের বেদীতে উঠে ছবি তোলাকে কেন্দ্র করে দিনাজপুর কাহারোলে ঐতিহাসিক কান্তজিই মন্দিরে দর্শনার্থী-
পাহাদারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাহাদার মহিন্দ্র চক্রবর্তী, লিটন চক্রবর্তী ও পাঁচক শিবু চক্রবর্তী আহত হয়েছেন। আটক করা হয়েছে ৪ যুবককে। পরে তাদের দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তজিই মন্দিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের শফির উদ্দিনের পুত্র মো. সোহানুর রহমান সোহান (২০), একই গ্রামের মো. শামসুউদ্দিনের ছেলে আল আমিন (২৩), মো. রোস্তম আলীর ছেলে মো. সবুজ রহমান (২১), ভাতগাঁ গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে নাহিদ রহমান (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল ফয়সাল এবং কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পৃথ্বিশ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দিরের পাহারাদার বিনয় চক্রবর্তী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৭-৮ জন যুবক মন্দিরে বেড়াতে আসে। এদের মধ্যে ৪ জন যুবক মন্দিরের মূল বেদীতে উঠে ছবি তুলতে গেলে পাঁচক শিবু চক্রবর্তী বাধা দেয়। এতেগ যুবকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় মন্দির দায়িত্বরত পাহারাদার মহিন্দ্র চক্রবর্তী ও লিটন চক্রবর্তী এগিয়ে গিয়ে তাদেরকে বেদী থেকে নেমে যেতে অনুরোধ জানায়। এতে যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালালে পাহাদার মহিন্দ্র চক্রবর্তী, লিটন চক্রবর্তী ও পাঁচক শিবু চক্রবর্তী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পৃথ্বিশ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, আটকদের দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল আটক প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড দেন।
নিউজবাংলা/একে