নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:

ঢাকা: এ সময়ের বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা পরীমণি।

এরই মধ্যে ঈদের আনন্দের রেস কাটতে না কাটতেই পরীমণির ফেসবুক পেজটি ভেরিফাইড করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যার কারণে ঈদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেছে তার। গত ২০ জুলাই দিবাগত রাত ৩টা দিকে ভেরিফাইড হিসেবে স্বীকৃতি পান পরীমণি।
যদিও সমসাময়িককালে ফেসবুক পেজ ভেরিফাইড নতুন এক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তারকাদের জন্য। সম্প্রতি বেশ কয়েকজন তারকার পেজ ভেরিফাইডও হয়েছে। এবার তালিকায় যোগ হলেন হালের আলোচিত এ অভিনেত্রীর নাম।
এ বিষয়ে পরীমণি বলেন, ‘আমি তখন ফেসবুকে লগ-ইন করছিলাম। হঠাৎ করে দেখি আমার পেজটি ভেরিফাইড হয়ে গেছে। আমি এ বিষয়টি বিশ্বাস করতে পরছিলাম না! কারণ সাধারণত পেজে লাইকের সংখ্যা নির্দিষ্টি একটি সীমা অতিক্রম না করলে ভেরিফাইড হয় না। সেখানে আমার এখনো এক লাখই হয়নি। আমি দেখেতো বিস্মিত হয়ে গেছি।’
তিনি বলেন, ‘আমার যারা ভক্ত রয়েছেন, তারা এখন আর দ্বিধা-দ্বন্দ্বে পড়বেন না। কারণ আমার নামে অনেক ফেইক অ্যাকাউন্ট রয়েছে। যার কারণে অনেক সময় ফেসবুক নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হতো। এখন ভেরিফাইড হওয়ার কারণে পরীমণির যেকোনো অফিসিয়াল বিষয় বা যাবতীয় তথ্য এ পেজ থেকে জানা যাবে। কারণ পেজটি আমি নিজেই পরিচালনা করছি।’
যারা পরীমণির ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে হাল ফ্যাশনের এ নায়িকা বলেন, ‘তারা আমার শুভাকাঙ্ক্ষি, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলছি, আপনারা যখন এ ধরনের মন্তব্য করেন তখন হয়তো নিজেরাই ভুলে যান কি কমেন্ট করছি।’
পরীমণি তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘এখন যদি কেউ এ ধরনের মন্তব্য করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কারণ আমার পেজ এখন ভেরিফাইড। তারপরও পুনরায় অনুরোধ করছি।’
প্রসঙ্গত, একটি নয়, দু’টি নয়, পরীমণির চার চারটি ছবি একসঙ্গে ছাড়পত্র পেয়েও মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। এবার বড়পর্দায় উঠার পালা। যে ছবিগুলো ছাড়পত্র পেয়েছে সেগুলো হলো- ‘নগর মাস্তান’, ‘রানা প্লাজা’, ‘লাভার নাম্বার ওয়ান’ ও ‘আরো ভালো বাসবো তোমায়’।
পরীমণির এ পর্যন্ত দু’টি সিনেমা মুক্তি পেলেও তিনি অভিনয় করেছেন প্রায় দুই ডজন চলচ্চিত্রে। এরমধ্যে ‘ভালোবাসা সীমাহীন’, ‘রানা প্লাজা’, ‘মনজুড়ে তুই’, ‘পুড়ে যায় মন’, ‘ইনোসেন্ট লাভ’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘ধূমকেতু’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’ উল্লেখযোগ্য।

নিউজবাংলা/একে