নিউজবাংলা: ২২জুলাই, বুধবার :
ঢাকা: কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শেষ দফায় আবেদনের সময় শেষ হয়েছে। মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে এই সময় শেষ হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানিয়েছেন, এই দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুলাই।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন এই দফায় আবেদনের পর ভর্তি নিয়ে আর বড় সমস্যা থাকবে না।

ভর্তির আবেদন শুরু হয়েছিল ৬ জুন। এই ফল প্রকাশের কথা ছিল ২৫ জুন। কিন্তু কারিগরি ত্রুটির কারণে চার দফায় পিছিয়ে ফল প্রকাশ করা হয় ২৮ জুন। এরপরও এ নিয়ে নানা ধরনের ভুলভ্রান্তি হয়। এ কারণে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। এরপর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের চার দফায় আবেদনের সুযোগ দেওয়া হয়। শেষ দফায় ১৩ জুলাই থেকে আবেদন শুরু হয়েছিল যা মঙ্গলবার রাতে শেষ হয়।

নিউজবাংলা/একে