নিউজবাংলা: ২২জুলাই, বুধবার :
ঢাকা: সেলফি আর ইয়োগা দিয়ে মাতিয়ে রাখাটা ভাল সরকারের কাজ নয়, বরং নাগরিকদের নিরাপদে রাখাটাই তাদের দায়িত্ব।

এ হেন বোমা টুইটারে ফাটালেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সরাসরি তাঁর তোপের মুখে বিজেপি সরকার।

টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বাইবাসীর হয়ে এমন ‘সোজাসাপ্টা’ মন্তব্য করে আপাতত ইন্ডাস্ট্রিতে কোণঠাসা নেহা নিজেই।

টানা ব়ৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের জনজীবন। রাস্তায় জল জমে থাকায় শ্লথ গতিতে এগোচ্ছে গাড়ি। কোথাও কোথাও গাড়ি যাওয়ার অবস্থাও নেই। এমন একটা সময়ে নাগরিকদের পাশে থাকার কথা সরকারের। অথচ সে ব্যাপারে যেন তাদের কোনও উদ্যোগই নেই।

অথচ কিছু দিন আগেই ‘ইয়োগা দিবস’-এ দিল্লির রাজপথে নরেন্দ্র মোদির সঙ্গে সামিল হয়েছিলেন বলিউডি তারকারা। বিভিন্ন অনুষ্ঠানেও সেলফি তুলে সোশাল মিডিয়ায় তা পোস্ট করাও মোদির রোজনামচা। আর এতেই বেজায় চটেছেন নেহা।

তাঁর দাবি, সাধারণ মানুষের অসুবিধার দিকে নজর দিচ্ছে না সরকার। বরং সেলফি তোলা বা ইয়োগা দিবস পালনের মতো আপাততুচ্ছ বিষয়ে তাঁদের আগ্রহ।

টুইটারে তিনি লিখেছেন, ‘বৃষ্টিতে থমকে আছে শহর। ভাল সরকার মানে সেলফি তোলা আর সকলকে ইয়োগা করতে উৎসাহিত করা নয়, বরং সাধারণ মানুষকে নিরাপদ রাখাই তাদের কাজ।’

সামনাসামনি নেহা সমর্থন না পেলেও পরোক্ষে অনেকেই নায়িকার সঙ্গে সহমত পোষণ করেছেন।

নিউজবাংলা/একে