নিউজবাংলা: ২২জুলাই, বুধবার :
আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সরকার জননেতা এম ইলিয়াস আলীর জনপ্রিয়তায় ভীত হয়ে,তাকে অপরহণ করে গুম করে রেখেছে।

ইলিয়াস আলীর সন্ধান দাবি আন্দোলন করতে গিয়ে বিশ্বনাথে তিনজন বিএনপির কর্মী শহীদ হয়েছেন। শুধু বিশ্বনাথে নয় সারা দেশে, বিশ্বের বিভিন্ন দেশে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন অব্যাহত রয়েছে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকল আন্দোলনের ডাক দিবেন, সেই আন্দোলনে নেতাকর্মীর ঝাপিয়ে পড়ার আহবান জানান। তিনি মঙ্গলবার উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নূর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাব আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিএনপি নেতা রজব আলী, আজাদ আলী, হাফিজ আরব খান, যুবদল নেতা আবু তৈয়ুব, ওয়ার্ড বিএনপি নেতা হানিফ আলী, আবদুল ওয়াহিদ, গিয়াস উদ্দিন, বাদশা মিয়া, মুহিবুর রহমান, মানিক মিয়া, সাহেদ আহমদ, রেদুওয়ান, শহিদ আহমদ, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান রানা, ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন, রাজু আহমদ, জিল্লুর রহমান জিলু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা সুমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, কদর আলী, গবিন্দমালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার, আব্বাস আলী সুমন, আইন উদ্দিন, মাসুদ আহমদ, আখদ্দুছ, সাইদুর রহমান রাজু,সাইদুল, রানা মিয়া, সাদেক আলী, দিলোয়ার, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান,আবদুল হাসিব মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, শেখ ফরিদ, লিটন সিকদার, রুহেল আহমদ কালু, রাসেল মাহমুদ, সুমন আহমদ,মোহাম্মদ আলী,রুমেল,প্রবেল,আবদাল,নাঈম, আবদুর রব,ছাত্রদল নেতা কয়েছ আহমদ, রাসেল, মাহবুব, নজরুল, সাইফুল, খালেদ, আলমগীর, জুবায়ের আহমদ, রুবেল,মাসুক আহমদ,রিয়াজ, নুরুজ্জামান,কামাল প্রমূখ।

নিউজবাংলা/একে