নিউজবাংলা: ২২জুলাই, বুধবার :
খুলনা: চোরের হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে শামছুদ্দোহা (১৬) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

মঙ্গলবার মধ্যরাতে খুলনা মহানগরীর রূপসা স্ট্যান্ড রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামছুদ্দোহা নড়াইলের কুরআনিক একাডেমিক মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র মনিরুজ্জামান মিঠু জানান, নগরীর রূপসা স্ট্যান্ড রোড এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী ইব্রাহিম ফয়জুল্লাহর বাড়িতে রাত আনুমানিক দেড়টার দিকে দুইজন চোর কৌশলে পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ে। এ সময় ইব্রাহিম ফয়জুল্লাহর ভাগ্নে শামছুদ্দোহা দেখে ফেলায় চোররা তার হাত বেঁধে মাথায় হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় ইব্রাহিম ফয়জুল্লাহর মা খাদিজা বেগম ও গৃহ পরিচারিকা রানী বেগম চিৎকার শুনে এগিয়ে গেলে তাদেরও মাথায় আঘাত করে চোররা পালিয়ে যায়।
পরে সংজ্ঞাহীন অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাতে শামছুদ্দোহা মারা যায়। সে মামার বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসেছিল।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও র্যাব সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

নিউজবাংলা/একে