নিউজবাংলা: ২৬জুলাই, রোববার :

ঢাকা: জাপানের রাজধানী টোকিওর একটি আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।

 

রোববারের এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে এনএইচকে।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানটি মুখ থুবড়ে একটি ভাঙা ও পোড়া বাড়ির উপর পড়ে আছে এবং দমকল ও উদ্ধার কর্মীরা বাড়িটিকে ঘিরে জড়ো হয়ে আছেন। আশপাশের কয়েকটি বাড়িও বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেখা গেছে।

এনএইচকে জানিয়েছে, বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন, তাদের মধ্যে দুইজন নিহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্থ বাড়িগুলোর একটির ভিতরে থাকা এক নারীও নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী এক নারী এনএইচকে টেলিভিশনকে বলেন, “আমি প্রচণ্ড জোরে একটা শব্দ শুনলাম। মনে হল, একটা ট্রাক একটি বাড়িতে যেয়ে আঘাত করেছে। আমি জানালা দিয়ে তাকিয়ে বাইরে আগুনের শিখা দেখতে পেলাম।”

তিন ব্যক্তি ‘কার্ডিওপ্লুমোনারি অ্যারেস্টে’ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে টোকিও দমকল বিভাগ। মেডিকেল পরীক্ষক মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত সাধারণত এ শব্দটিই ব্যবহার করেন জাপানি কর্মকর্তারা।

এ দুর্ঘটনায় পাঁচটি বাড়ি ও দুটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

নিউজবাংলা/একে