নিউজবাংলা: ২৬জুলাই, রোববার :

ঢাকা: সৌদি আরবের নেতৃত্বাধীন জোট মানবিক কারণে আগামী পাঁচদিন ইয়েমেনে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। আজ রবিবার সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদির বাদশাহ সালমানকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি অনুরোধ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় রবিবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সৌদি সরকার জানিয়েছে, তারা সামরিক অভিযান পরিচালনা করবে না। তবে শিয়াপন্থী হুতি বিদ্রোহী বা তাদের মিত্ররা হামলা চালালে জবাব দেওয়া হবে।

এর আগে চলতি মাসের শুরুতেও মানবিক কারণ দেখিয়ে অস্ত্রবিরতি হয়েছিল, যা রমজান মাসের শেষ পর্যন্ত বলবৎ ছিল।

নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা আসার কারণ হিসেবে বলা হচ্ছে, শুক্রবার লোহিত সাগর উপকূলে একটি আবাসিক এলাকায় বিমান হামলায় অন্তত ১২০ জন নিহত হয়েছে।

মখা এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে শ্রমিকদের বসতবাড়িতে হামলা চালানো হয়, এতে কিছু ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

জেনেভোভিত্তিক ডক্টরস উইদাউট বর্ডারের কর্মকর্তা হাসান বুসেনিন বলেন, ‘জোটের পক্ষ থেকে কী ধরনের হামলা চালানো হচ্ছে, তা এ থেকে বোঝা যায়। এখন হামলা চলছে বাড়ি, বাজার, যেকোনো কিছুর ওপর।’

ওই কর্মকর্তা জানান, মখা এলাকায় মূলত জেলেরা থাকে। ওই জায়গা বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি।

গার্ডিয়ান জানিয়েছে, এ ব্যাপারে সৌদি কর্মকর্তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজবাংলা/একে