নিউজবাংলা: ২৭জুলাই, সোমবার :

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

সোনালী আঁশ পাট এখন আর কৃষকের গলায় ফাঁস নয়, এবার সোনালী আঁশ পাট ঠাকুরগাঁও জেলা কৃষকদের জন্য আর্শিবাদ বয়ে এনেছে।

সে সঙ্গে আগামীতে পাটের উৎপাদন বৃদ্ধি করে পাটের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার স্বপন দেখছে এখানকার কৃষকরা। জেলা এবার ব্যাপক পাটের আবাদ হয়েছে। জেলার ৫টি উপজেলা মধ্যে বালীয়াডাঙ্গী,পীরগঞ্জ,রানীশৈংকল,ও হরিপুর সবচেয়ে বেশি পাটের আবাদ হয়েছে জেলা সদর ঠাকুরগাঁওয়ে।

ঐতিহ্যবাহী বড় খোচাবাড়ী হাটে আজ রবিবার পাট বিক্রি করে আসা আশরাফ উদ্দিন বলেন যে, এবার পাটের আবাদ করছি ৭বিঘা।৭০মন পাট বিক্রি করলাম। প্রতি মণ পাট ১৩০/১৪০টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি বিঘায় ৬-৭হাজার টাকা লাভ হয়েছে। বালীয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ মান্নান বলেন যে,কৃষক পাটের উপযুক্ত মুল্য পাওয়াতে এবার সরকারের প্রতি খুশি।

প্রবীন কৃষক গণি মিয়া বলেন যে, এখন পাট ভিজা অবস্থায় বিক্রয় হচ্ছে,শুকিয়ে বিক্রি করলে হয়তো আর একটু মুল্য বেশি পাওয়া যেতো।

নিউজবাংলা/একে