নিউজবাংলা: ২৭জুলাই, সোমবার :

ঢাকা: গুঞ্জনটা বাতাসে ভাসছিল বেশ কিছুদিন ধরে। রোনালদোও বারকয়েক আভাস দিয়েছিলেন। কিন্তু তার সাবেক ক্লাব যে তাকে পেতে অতটা আগ্রহী নয়, তা কে জানত! ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভান গাল পরিষ্কার করে বলে দিয়েছেন, তারা আক্রমণভাগের একজনকে খুঁজছেন ঠিকই, তবে সেটা রোনালদো নয়।

পর্তুগীজ ফরওয়ার্ড রোনালদো ম্যানচেস্টারে কাটিয়েছেন টানা ছয়টি বছর। সেটা স্যার অ্যালেক্স ফার্গুসন আমলের কথা। এরপর ২০০৯ সালে ৮০ মিলিয়ন পাউন্ডে রিয়ালে পাড়ি দেন।

ইউনাইটেডের ম্যানেজার ভ্যান গাল বলেন, ‘বার্সার মেসি আছে, আছে নেইমার এবং সুয়ারেজ। আমাদের ওই রকম কাউকে খুঁজতে হবে।’

ইউনাইটেডের সমর্থকরা রোনালদোর জন্য পথচেয়ে থাকলেও এই ডাচ ম্যান জানিয়ে দিলেন সেটা সম্ভব নয়, ‘এটা সম্ভব নয়, কারণ তার ক্লাব আছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড তার জন্য কতটা খরচ করতে পারবে সেটাও দেখতে হবে।’

নিউজবাংলা/একে