টাঙ্গাইলে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সমাপ্ত
নিউজবাংলা: ২৭জুলাই, সোমবার :
বিভাস কৃষ্ণ চৌধুরী:
টাঙ্গাইলে পুজাচ্চর্না, উল্টো রথটান,মেলা ও শোভাযাত্রার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার ৯ দিনব্যাপী উৎসব শেষ হয়েছে।
টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়িতে সকাল থেকে পুজাচ্চর্না, উল্টো রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ টাঙ্গাইলের উদ্যোগে কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গন হতে উল্টো রথটানের বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। হাজার হাজার নারী-পুরুষ নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে সাবালিয়া ইসকন মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গত ১৮ জালাই হতে কেন্দ্রীয় কালীবাড়িতে ৯ দিনব্যাপী পুজার্চ্চনা, পদাবলী কীর্তন, বৈদিক নৃত্য ও গীতা পাঠ সহ ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজবাংলা/একে