নিউজবাংলা: ২৭জুলাই, সোমবার :
ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার থেকে কলেজ শিক্ষকদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে এক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে।

 

মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালনের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, প্রতি ব্যাচে ১২০ জন করে প্রাথমিক পর্যায়ে ২টি ব্যাচে মোট ২৪০ জন কলেজ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। আগামীকাল প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এবং ১০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে একই বিষয়ের ওপর আরও দু’টি ব্যাচের প্রশিক্ষণ আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্মুখ সমরে নেতৃত্বদানকারী বীর সৈনিক, ইতিহাসবিদ, অধ্যাপক, গবেষক ও প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিবর্গ এই প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থাকবেন।

এদের মধ্যে রয়েছেন- সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী এম.পি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ. টি. ইমাম, সাবেক সেনা প্রধান জেনারেল কে. এম. সফিউল্লাহ, এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান, ইতিহাসবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (বীরপ্রতিক), অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুবুল মোকাদ্দেম (আকাশ), অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর ও ট্রেজারার অধ্যাপক নোমান উর রশিদ।

নিউজবাংলা/একে