নিউজবাংলা: ২৭জুলাই, সোমবার :
ঢাকা: মন্ত্রীসভার পরবর্তী বৈঠকে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী ৩ আগষ্ট।

সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিভিন্ন সময় অর্থমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘যে মাসেই নতুন পে স্কেল অনুমোদন পাক না কেন, নতুন স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জুলাই (২০১৫) মাস থেকেই বর্ধিত বেতন পাবেন।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশ এখন উন্নত হয়েছে। অর্থনৈতিকভাবেও আমরা শক্তিশালী হয়েছি। এখন দেশে শতাধিক ইংলিশ মিডিয়াম স্কুল আছে। সার্বিক দিক দিয়ে মানুষ শিক্ষিত হচ্ছে।’
এদিন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্তরা তাদের বাড়ি ভাড়ায় প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন।

নিউজবাংলা/একে