নিউজবাংলা: ২৭জুলাই, সোমবার :
ঢাকা: কনজাংটিভার প্রদাহকে কনজাংটিভাইটস বলে। জীবাণুর আক্রমণ, এলার্জিসহ বিভিন্ন কারণে কংজাংটিভাইটিস হতে পারে।

ছোট বড় সকলেই কনজাংটিভাইটিস রোগে আক্রান্ত হয়ে থাকে। এটি ছোঁয়াচে এবং বর্ষাকালে এর প্রকোপ বেড়ে যায়। তাই বাড়ির কারও হলে সাবধানে থাকতে হবে। তাঁর বালিশ-চাদর, গামছা, চশমা ও প্রসাধনী ব্যবহার করবেন না।

সানগ্লাস পরুন

কনজাংটিভাইটিস হলে সানগ্লাস পরে থাকুন। মাসকারা, কাজল আইলাইনার ব্যবহার করবেন না।

স্টেরয়েড নয়

অনেক আই ড্রপে স্টেরয়েড থাকে। তাই তা না দিয়ে অ্যান্টিবায়োটিক ড্রপ দিন।

চোখ সামলে

ধোয়া হাতে পরিষ্কার কাপড় বা তুলোর বল দিয়ে পরিষ্কার করুন চোখের চারপাশ। তুলো ফেলে দিন। কাপড় ধুয়ে নিলেই হবে।

হাত সামলে

চোখ কচলানোর অভ্যেস ছাড়তে হবে। গরম জলে বা সাবান জলে হাত ধুয়ে নিন। বিশেষ করে চোখে ড্রপ দেওয়ার আগে-পরে।

নিউজবাংলা/একে