আইসিসি’র অনিয়মের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজবাংলা: ২২ মার্চ, মঙ্গলবার:

উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং এ্যাকশন ত্রুটির দায়ে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টায় রবীন্দ্র ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ও  আইসিসি’র এই অনিয়মের তীব্র প্রতিবাদ জানান। এছাড়া আইসিসি’র অবৈধ সিদ্ধান্তের পরও বিসিবির নতজানু ভূমিকার তীব্র সমালোচনা করা হয়।

মানববন্ধন শেষে গণযোগাযোগ বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র ভবনের সামনে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মিছিলে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধন ও মিছিল শেষে সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বলেন, আইসিসির এই ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি যদি কোনো ব্যবস্থা না নেয় এবং তাসকিন ও সানির আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ফিরে না আসে, তবে আগামীতে সকল শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিলের মতো কঠোর আন্দোলনে  যেতে বাধ্য হব।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Previous: গরুর বিয়েতে অতিথি ৭০০, খরচ ২১ লাখ
Next: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছয় ইউনিয়নে বিএনপির নির্বাচন বর্জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*