বাসাইলে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

নিউজবাংলা: ১৪ এপ্রিল,  বৃহস্পতিবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।  বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উৎসব পালন করেছে বাসাইলের ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে আট টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা  বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ গ্রাম্য মেঠোপথ অতিক্রম করে পূনরায় পরিষদে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ। শোভাযাত্রায় বর-কনে কৃষাণ-কৃষাণীসহ বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়। র‌্যালী শেষে ইলিশ-পান্তার পরিবর্তে ভোজনপর্ব হয়েছে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার খিচুরী, মাংস, ভর্তা সহ  টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি দিয়ে ।  বেলা ১১টায় উপজেলা পরিষদ (আবাসিক এরিয়া) মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে বাসাইল থেকে প্রথম প্রকাশিত আলোকিত বাসাইল নামে একটি সাপ্তাহিক পত্রিকার পরিক্ষামূলক সংখ্যার উদ্বোধন করা হয়।

নিউজবাংলা/ একে        

Share This:

Comments

comments

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*