মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন
নিউজবাংলা: ০৮ আগস্ট, শনিবার:
এম.এ. সালাম, মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাধ্যমিক স্তরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন।
সারাদেশের ন্যায় সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রী তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচিত কেবিনেটে সদস্য থাকবেন ৮জন। এদের মধ্যে ১জন হবেন কেবিনেট প্রধান। প্রথমবারেরমত এই নির্বাচনে মডেল হিসেবে মোরেলগঞ্জের এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ও তোরাব মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এই কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও হাজী ইব্রাহীম স্মৃতি দাখিল মাদ্রাস এই নির্বাচনের আওতাভূক্ত থাকলেও সেখানে নির্বাচন হয়নি। ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ড মাওলানা ফখরুল ইসলাম বলেন, পদগুলোয় একাধীক প্রার্থী না থাকায় নির্বাচন প্রয়োজন হয়নি। তবে কতিপয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান মাদ্রাসা সুপার এর স্বদিচ্ছা না থাকায় সরকারী উদ্যোগ(স্টুডেন্টস কেবিনেট নির্বাচন) বাস্তবায়িত হয়নি । সারাদেশে আজ একযোগে পরীক্ষামুলকভাবে ১ হাজার ৪৩টি বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াসহ ৭টি উদ্দেশ্য নিয়ে শিশু কিশোর ছাত্রদের মধ্যে এ নির্বাচনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।”
নিউজবাংলা/একে