নিউজবাংলা: ১০ আগস্ট, সোমবার:

 ঢাকা: অসুস্থ থাকায় আজ সোমবার দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে সাক্ষ্য মুলতবি চেয়ে সময় আবেদন করেছেন আইনজীবীরা।

এর আগে গতকাল খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। তাই তিনি আজ আদালতে হাজির হতে পারবেন না। তার পক্ষে আদালতের কাছে সময় আবেদন করা হবে।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে সোমবার মামলা দুটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ সময় আবেদন দাখিল করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তাই দুই মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক। উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্ট নামে দুর্নীতির দুই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। ঢাকার বিশেষ জজ-৩ আদালতে বহুল আলোচিত এ দুটি মামলার বিচারকাজ চলছে।

 

নিউজবাংলা/একে