‘নিলয় হত্যা নিয়ে আ’লীগের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন’
নিউজবাংলা: ১০ আগস্ট, সোমবার:
ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যে সকল বক্তব্য দিচ্ছেন সেগুলোকে কাল্পনিক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপি জোটের শরীক দল জামায়াতে ইসলামী।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যার পরে কোন কোন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ি করে যে কাল্পনিক, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন তা জনগণকে সেই প্রবাদ বাক্যটির কথাই স্মরণ করিয়ে দেয়, ‘ঠাকুর ঘরে কেরে? আমি কলা খাই না’।
রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
তিনি বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের কাল্পনিক বক্তব্য দেখে দেশবাসীর মনে প্রশ্ন সৃষ্টি হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডে মদদ দেয়া হচ্ছে কিনা?
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, সরকার যে কোন ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ছাড়াই রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ি করে প্রকৃত অপরাধীদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, দেশবাসী উদ্বেগ এবং উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছে, কিছু দিন পর পরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় দুর্বৃত্তরা ব্লগারদের হত্যা করেই যাচ্ছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়ার ক্ষেত্রে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
নীলাদ্রি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং বিচারের স্বার্থে এ ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানায় জামায়াত ইসলামী।
নিউজবাংলা/একে