জনকণ্ঠ সম্পাদক-নির্বাহী সম্পাদকের সাজা
            
            
              
নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:
              
ঢাকা: আদলত অবমাননার দায়ে জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে দোষী সাবস্ত্য করেছে আদালত।
              
              একই সংগে আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের এজলাস কক্ষে অবস্থানের দণ্ড দেয়া হয়। আদালত অবমাননা আপিল বিভাগে প্রমাণিত হওয়ায় তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এই টাকা কোনো দাতব্য সংস্থাকে প্রদান করার আদেশ দেয় আপিল বিভাগ।
              বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে আপিল বিভাগের ছয় বিচারপতির বৃহত্তর বেঞ্চ এই আদেশ দেয়।
              মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বৃহত্তর ওই বেঞ্চ আগের জারি করা এক রুলের ওপর উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন। মঙ্গলবার আদালতে জনকণ্ঠের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
              রায় ঘোষণার সময় আদালত অবমাননার ব্যাপারে একটি গাইড লাইন দেয়ার কথা বলেছে আপিল বিভাগ। গত ২৯শে জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের দিন স্বপ্রণোদিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে সুপ্রিম কোর্ট। ‘সাকার পরিবারের তৎপরতা : পালাবার পথ কমে গেছে’ শিরোনামে গত ১৬ই জুলাই প্রকাশিত নিবন্ধের জন্য রুল জারির পাশাপাশি নিবন্ধের লেখক স্বদেশ রায় এবং আতিকউল্লাহ খান মাসুদকে তলব করা হয়। গত সোমবার আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চে রুলের শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।
              
              নিউজবাংলা/একে