নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:

টাঙ্গাইল প্রতিনিধি:

 টাঙ্গাইলের মধুপুরে যৌন উত্তেজক পানীয় ও বিনামূল্যে বিতরণের কনডম রাখার দায়ে রুবেল (২৩) নামে এক ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরও ১৪ জন জুয়া খেলার অপরাধে জরিমানা করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুক্তাদির আজিজের কার্যালয়ে হাজির করলে তিনি রুবেলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাসহ অন্যদের জরিমানা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) রোকনোজ্জামান রুকন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ (টাঙ্গাইল) এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার কাকরাইদ বাজারের মেসার্স রিমঝিম ডিপার্টমেন্টাল স্টোর থেকে ২৩৪ বোতল যৌন উত্তেজক পানীয় এবং ১১ হাজার পিস সরকারি কনডম উদ্ধার করে।

এসময় দোকানের মালিক পল্লী চিকিৎসক হাবিবুর রহমানের ছেলে রুবেলকে আটক করে র্যাব-১২ সদস্যরা।

পরে মঙ্গলবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজিন করে ১৪দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে সোমবার রাতে পুলিশের আটক হওয়া উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের বিষণাইপাল গ্রাম থেকে আটজন ও অরণখোলা ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে ছয়জন জুয়াড়িকে অপর ১০০টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেন।

নিউজবাংলা/একে