নিউজবাংলা: ৩ অক্টোবর –শনিবার:

রাণীশংকৈল প্রতিনিধি ॥

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ আলিমউদ্দীন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ২ অক্টোবর “মাদককে না বলো” শ্লোগানকে সামনে রেখে গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট-১৫ উদ্ভোধন করা হয়েছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে নেকমরদ গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পৃষ্ঠপোষক সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, হরিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল হক, জেলা জাপা সভাপতি এ্যাডঃ এম এ করিম, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, আ’লীগ সম্পাদক আব্দুল কাদের, টুনামেন্ট কমিটি সম্পাদক নজিমুল হাসান, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রভাষক রেজাউল করিম মুকুল, বিএনপি ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, মোঃ ফারুক হোসেন। প্রিন্ট ও প্রেস মিডিয়ার উপস্থিত ছিলেন এটিএন বাংলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, মিলেনিয়াম টিভি রাণীশংকৈল-হরিপুর প্রতিনিধি মোঃ সেতাউর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক বিপ্লব, সাংবাদিক নুরুল হক, যুগান্তর প্রতিনিধি বুলবুল আহম্মেদ, আনোয়ার হোসেন আকাশ, খুরশিদ আলম শাওন, আনোয়ার হোসেন জীবন, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। খেলায় উপচে পড়া দর্শক খেলা উপভোগ করেন।
উদ্ভোধনী খেলায় মুসকান একাদশ দিনাজপুর ২-১ গোলে হরিপুর খেলায়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে।

নিউজবাংলা/ একে