নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:

ঢাকা: বার্সেলোনা ও ব্রাজিলের সুপারস্টার নেইমার। নতুন ফেরারি কিনেছেন ২ লাখ পাউন্ড দিয়ে। আর এতে নাকি তার ছেলেবেলার আরেকটি স্বপ্ন পূরণ হলো ।

নেইমার তার ফেরারি ৪৫৮ স্পাইডারের ছাদে। আর লিখেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে ভালো স্বাস্থ্য দিয়েছেন। আমার কাজের ফলও দিয়েছেন। আরেকটি ছেলেবেলার স্বপ্ন পূরণ হলো!”

আর গাড়ীর ছাদে বসে আছেন নেইমার! ইনস্টাগ্রামে নেইমারের এমন একটি ছবি পোস্ট হয়েছে সম্প্রতি।

নিউজবাংলা/একে