নারী ক্রিকেট দলের র্যাঙ্কিং পদ্ধতি চালু
নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:
ঢাকা: নারী ক্রিকেট দলের জন্য অফিসিয়াল আইসিসি উইমেন্স টিম র্যাঙ্কিং চালু করেছে আইসিসি। তবে এতে আলাদাভাবে তিন ফরম্যাটের র্যাঙ্কিং থাকবে না।
কিন্তু তিন ফরম্যাটের ফলাফল বিবেচনা করেই একটি র্যাঙ্কিং তৈরি করা হবে। প্রতি সিরিজ শেষে এই র্যাঙ্কিংয়ের আপডেট করা হবে।
নতুন আইসিসি উইমেন্স টিম র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৩৪ রেটিং নিয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। আর ১২৪ ও ১০৯ রেটিং নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশের রেটিং ৫৭।
আইসিসি উইমেন্স টিম র্যাঙ্কিং:
১. অস্ট্রেলিয়া
২. ইংল্যান্ড
৩. নিউজিল্যান্ড
৪. ভারত
৫. ওয়েস্ট ইন্ডিজ
৬. দক্ষিণ আফ্রিকা
৭. পাকিস্তান
৮. শ্রীলঙ্কা
৯. বাংলাদেশ
১০. আয়ারল্যান্ড
নিউজবাংলা/একে