নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:

ঢাকা: পিছিয়ে পড়েও অনেকেই সমতা ফেরায় বা জয় তুলে নেয়। ম্যানচেস্টার ইউনাইটেডও সেটাই করল। পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগে জয় ছিনিয়ে নিল ম্যানইউ। বুধবার রাতে উলফসবার্গকে ২-১ গোলে হারিয়ে দিল ভ্যান গলের ছেলেরা। দলের হয়ে দুটো গোল করেন মাতা ও স্যামলিং।

ম্যাচের চার মিনিটে ক্যালিগুরি গোল করে উলফসবার্গকে এগিয়ে দেন। শুরুতে গোল খেলেও এলোমেলো হয়ে যায়নি ম্যানইউ। ম্যাচে ফিরে আসার জন্য লড়াই চালাতে থাকে তারা। ম্যাচের ৩৪ মিনিটে মাতা গোল করে দলকে সমতায় ফেরান।

বিরতির সময় ম্যাচের ফল ১-১ ছিল। বিরতির পরেই ফের এগিয়ে যায় ম্যানইউ। ৫৩ মিনিটে স্যামলিং গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলের পরেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার। কিন্তু আর ব্যবধান বাড়েনি।

 

নিউজবাংলা/একে