ঢাকা: ইরান নারী ফুটবল দল নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। দেশটির জাতীয় নারী দলের আট ফুটবলার সত্যিকার অর্থে পুরুষ; এমন প্রতিবেদন প্রকাশ করেছে ”দ্য টেলিগ্রাফ”।
এই আট ফুটবলার লিঙ্গ পরিবর্তন না করেই নারী দলে খেলছেন লোকাল এক ওয়েবসাইটে এমনটাই জানিয়েছেন দেশটির এক ফুটবল কর্মকর্তা। যদিও ওই আট ফুটবলারের নাম জানা যায়নি। ফেডারেশন কর্মকর্তারা এরপরই পুরো দলের জেন্ডার টেস্ট করার নির্দেশ দিয়েছেন। হিজাব, বড় হাতার জার্সি আর ট্র্যাকস্যুট প্যান্ট পরে ম্যাচ খেলার কারণে মূলত দলের সদস্যরা নারী না-কি পুরুষ সেটা বুঝতে সমস্যা হয়। প্রথমবারের মত জেন্ডার স্ক্যান্ডালের মুখে পরেছে ইরান নারী দল। ইরানে লিঙ্গ পরিবর্তনের জন্য অপারেশন করার বৈধতা দেয়া হয় ১৯৭৯ সালে।