পাবনায় পুলিশের এক এসএআই দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে।
জানা যায়, নিহত ব্যাক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলাম। গতকাল রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে মেরে ফেলে রেখে যায়। তার হাত-পা চোখ রশি ও গেঞ্জি দিয়ে বাঁধা ছিল।
আজ সোমবার ভোরে স্থানীয় লোকজন লাশটি একটি হলুদের ক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এলাকাবাসী জানায়, পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের পাশে হলুদের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। রবিবার রাত ৮টা থেকে সুজাউল ইসলামের মোবাইল বন্ধ ছিল।
জানা গেছে, বিভিন্ন সময় পাকশী, রূপপুরের সন্ত্রাস বন্ধে তার প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তিনি অনেক সন্ত্রাসীদের গ্রেফতারও করেছেন। এসব কারণে এএসআই সুজাউল খুন হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।