নিউজবংলা: ৫ অক্টোবর সোমবার:

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেনি ওয়েস্ট শহরের সমুদ্র তীরে ঘুরে বেড়াচ্ছে একটি মেয়ে। চোখে রোদ চশমা, পড়নে ওয়ের্স্টান ধাঁচের পোশাক কিন্তু দেখতে আট আনাই বাঙ্গালী।

যাই হোক মেয়েটির চেহারা জুড়ে খেলা করছে রাজ্যের নীল। তা তো হবেই আকাশ আর বিশাল জলরাশির মধ্যেই যে তার জীবন। তবে সব কিছুকে ছাপিয়ে যাওয়া খবরটি হলো আজ তার জন্মদিন। তাই বোন আর দুলাভাইদের সঙ্গে এই সমুদ্র বিলাশ। এতক্ষণ যার কথা বলছিলাম, সে আর কেউ নয়, বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মোনালিসা।
ক্যারিয়ার গ্রাফ যখন উর্দ্ধমুখি ঠিক তখনই, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। কিন্তু কথায় আছে, সবার কপালে নাকি সুখ সয় না। ঠিই তেমনই মোনালিসার সুখও যেন নিউইয়র্কের আকাশে হাওয়াই মিঠাইয়ের মতো উধাও হয়ে গিয়েছে। অগত্যা প্রায় দুই বছর ধরে সেখানে বসবাসের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কাজও জুটিয়ে নিয়েছেন।
এদিকে দেশে ফেরাটা অনিশ্চিত হওয়ায়, প্রায়ই তাকে নিয়ে পত্রপত্রিকায় চটকদার সংবাদ প্রাশিত হয়। যা নিয়ে খুব একটা ভাবেন না এই গ্ল্যামার কন্যা। আর এ কারণেই হয় তো প্রবাস জীবনটাকে মেনে নিয়ে হেসে খেলে দিন পার করতে চাইছেন।
জন্মদিনে আনন্দকে বাড়িয়ে তুলতেই ফ্লোরিডার কেনি ওয়েস্ট শহরের সমুদ্র তীরে হাজির মোনালিসা। একটু পরপর চলছে সেলফি তোলার কাজ। আর সঙ্গে রয়ে একঝাঁক তরুণ তরুণী।
উল্লেখ্য, বাংলাদেশে তিনি সর্বশেষ সাগর জাহানের ‘সিকান্দার বক্স এখন মডেল’ নাটকে অভিনয় করেছিলেন। নাটকটিতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

নিউজবাংলা/একে