নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও বেশ কিছু ফাঁকফোকর ছিল টিটুর শিষ্যদের। দুই গোলের জয় আসলেও, বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন রাব্বি-জনিরা।

শ্রীলঙ্কা অতটা রক্ষণাত্মক না খেললে লাল-সবুজের প্রতিনিধিরা বিপাকে পড়লেও পড়তে পারতেন। এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আজ সেই বিপদ দেখাতে পারে ভুটানের ছেলেরা। গতকাল দলটির প্রাকটিস দেখে ইঙ্গিত মিলেছে আক্রমণাত্মক ফুটবল খেলার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবার সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন শেষে বাংলাদেশের কোচ টিটু বললেন, তিনিও মনে করছেন ভুটান আক্রমণাত্মক ফুটবল খেলবে, ‘শ্রীলঙ্কা আমাদের বিপক্ষে রক্ষণাত্মক খেলেছিল। কিন্তু ভুটান ও পথে যাবে বলে মনে হয় না।’

গ্রুপ চ্যাম্পিয়ন দল এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে খেলবে সরাসরি। এর বাইরে ১০ গ্রুপের মধ্যে সেরা ৫ রানার্সআপ খেলবে চূড়ান্তপর্বে। বাংলাদেশ চ্যাম্পিয়ন না হলেও রানার্সআপ হিসেবে চূড়ান্তপর্বে খেলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

‘রবিবার শুরু থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইব। পজিশন ঠিক রেখে গোলের সুযোগ কাজে লাগাতে পারলে জয় পাওয়া কঠিন হবে না।’ বলেন টিটু।

এএফসি বাছাইপর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশের ৩ প্রতিপক্ষের দুটিই দক্ষিণ এশিয়া অঞ্চলের। সেই দুই দলের বিপক্ষে শুরুতেই ম্যাচ বাংলাদেশের। যার প্রথমটিতে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে তারা। ৬ অক্টোবর ‘কঠিন প্রতিপক্ষ’ উজবেকিস্তানের বিপক্ষে খেলা। তার আগেই ভুটানকে হারাতে চায় বাংলাদেশ।

যুবাদের শেষ ম্যাচের খেলা দেখে মনে হয়েছে, গোলের সামনে আরো নির্ভুল হতে হবে তাদের। ‘সহজ সুযোগগুলো’ ‘সহজে কাজে’ লাগানোর কিছুটা ঘাটতি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অ্যাটাকিং থার্ডে আজ এই ঘাটতি থাকলে, বিপাকে পড়তে হতে পারে টিটুর ছেলেদের।

‘শেষ ম্যাচে আমাদের তিন-চারটি গোল করা উচিত ছিল। আমাদের শিখতে হবে কীভাবে চাপ সামলে গোল করতে হয়। এই সমস্যাটা শুধু আমাদের দলে নয়, সিনিয়র টিমেও আছে।’ বলেন সাইফুল বারী টিটু।

বাংলাদেশকে অনুপ্রেরণা যোগাচ্ছে ভুটানের সঙ্গে শেষবারের দেখা। গত আগস্টে কাঠমান্ডুতে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে ভুটানকে হারিয়েই সেমিফাইনালের টিকিট পেয়েছিল টিটুর শিষ্যরা। ওই ম্যাচে গোল করেছিলেন রোহিত সরকার এবং মান্নাফ রাব্বি। এই দুজনকে সামনে রেখে আর মোহাম্মদ ইব্রাহিমকে একটু নিচে রেখে আক্রমণ সাজাতে পারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম গোল করেছিলেন রাব্বি। গতকাল বললেন আজ কোনো সুযোগ নষ্ট করতে চান না, ‘ভুটানের বিপক্ষে আগস্টেও আমাদের বেশ কিছু সুযোগ নষ্ট হয়েছিল। এবার তেমন করলে চলবে না।’

নিউজবাংলা/একে