নিউজবংলা: ৫ অক্টোবর সোমবার:
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ॥
ঈশ্বরদীর পাকশীতে আজ সোমবার ভোররাতে পাকশী পুলিশফাঁড়ির সহকারী টাউন দারোগা(এটিএসআই )সুজাউল ইসলাম এর হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
