নিউজবাংলা: ৫ অক্টোবর, সোমবার:

জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে “শিক্ষার মান উন্নয়নে অভিভাবকের ভূমিকাই মূখ্য” বিষয় নিয়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের বিতর্ক প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক পেইস কর্মসূচির উদ্যোগে বকশীগঞ্জ মডেল একাডেমিতে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, ব্র্যাক পেইস কর্মসূচির পিও মোস্তফা জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ও ব্র্যাকের রিসোর্স পার্সন শাহজামাল, হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, বকশীগঞ্জ মডেল একাডেমির অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ ।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, হাসিনা গাজী উচ্চ বিদ্যালয় ও দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাংগা উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ গ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় বকশীগঞ্জ উপজেলার হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বিজয়ী হয়।

নিউজবাংলা/একে: