লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নিউজবংলা: ৫ অক্টোবর সোমবার:
লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফরহাদ ও জমিলা আক্তার ইতি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফরহাদ চর জাঙ্গালীয়া গ্রামের মো. সবুজের ছেলে এবং ইতি একই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তারা ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু গণ শিক্ষা মিজিপাড়া কেন্দ্রের শিক্ষার্থী।
জানা গেছে, দুপুরের দিকে সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুর পড়ে যায় তারা। অনেকক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ওই পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় গ্রাম পুলিশ মো. ইসমাইল হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলা/একে