নিউজবাংলা: ২৪জুন, বুধবার:

ঢাকা: ওয়ানপ্লাসের আসন্ন ফ্লাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস-২ তে ইউএসবি টাইপ-সি কানেক্টর থাকবে। গুগল প্লাস পেজ ও টুইটারে এই ঘোষণা দিয়ে কোম্পানির মুখমাত্র জানিয়েছেন, ওয়ানপ্লাস-২ হবে টাইপ সি ইউএসবি ব্যবহারকারী প্রথম ফ্লাগশিপ স্মার্টফোন।

অ্যাপলের নতুন ১২ ইঞ্চি ম্যাকবুকে ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে। চায়নীজ ডিভাইস মেকার এলইটিভিও ইউএসবি টাইপ-সি পোর্ট সহ ফোন চালু করেছে। কিন্তু এটি শুধু চীনেই পাওয়া যায়।

ওয়ানপ্লাস সম্প্রতি নিশ্চিত করেছিলো যে, ওয়ানপ্লাস-২ কোয়ালকম ¯œ্যাপড্রাগন ৮১০ প্রসেসর ভার্সন ২.১ দ্বারা চালিত হবে। আগামী জুলাইয়ে ওয়ানপ্লাস-২ চালু করা হবে বলে জানানো হয়েছে। ইউএসবি টাইপ সি কানেক্টরের মাধ্যমে ফোনে দ্রুত চার্জ দেয়া যাবে। এটির হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নতমানের হবে বলে জানানো হয়েছে।

 

 

নিউজবাংলা/একে