নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:
ঢাকা: উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘মাছে ভাতে বাঙালি’স্লোগান নিয়ে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ শহর সংলগ্ন পুরাতন ব্র‏হ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের ২০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে। ব্রহ্মপুত্র নদে জেলা পুলিশের পক্ষে আরো ৮০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ব্র‏হ্মপুত্র নদে মাছে পোনা অবমুক্ত করেন পুলিশ সুপার মঈনুল হক।

এ উপলক্ষে জয়নুল আবেদীন পার্কে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র ইকরামূল হক টিটু, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মোমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএইচএম কোহিনুর, সহকারী পুলিশ সুপার সীমা রানী সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার কাউন্সিলর, পুলিশ কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মঈনুল হক জানান, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২ সপ্তাহের মধ্যে জেলার বিভিন্ন উপজেলাধীন থানা এলাকার উন্মুক্ত জলাশয়, নদনদী ও খাল-বিলে এক লাখ পোনা অবমুক্ত করা হবে।

নিউজবাংলা/একে