নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:
ঢাকা: রাজধানীর লালবাগে বোমা বিস্ফোরণের ঘটনায় মিরাজ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় শিশুর বোন নেহা (১০) গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালবাগ থানার ২৭/২০ নম্বর কেল্লারমোড় টিনসেড বাসায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

শিশুর বাবা ইয়াকুব আলী বলেন, তাদের বাসার পাশে একটি মসজিদ রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মসজিদের পাশ থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। এতে বাড়ির ভেতরে পড়ে তা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার ছেলে মিরাজুল ও মেয়ে নেহা গুরুতর গুরুতর জখম হয়। পরে পরে তিনি তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মিরাজকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে লালবাগ থানায় যোগাযোগা করা হলে থানার ডিউটি অফিসার এসআই মহিদুল বলেন, ঘটনাটি চকবাজার থানায়। তাই ওই থানায় যোগাযোগ করুন। এরপর চকবাজার থানার ডিউটি অফিসার এসআই হাসিবুল হাসান শীর্ষ নিউজকে বলেন, ঘটনাটি লালবাগ থানায় ঘটেছে।

এরপর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ শীর্ষ নিউজকে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
নিউজবাংলা/একে