নিউজবাংলা: ২৪জুন, বুধবার:

ঢাকা: সফরকারী ভারতকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে। প্রথম দুটি ওয়ানডে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে টাইগাররা সিরিজ নিশ্চিত করলেও মন ভরেনি ভক্তদের। তাদের যেন বাংলাওয়াশ চাই-ই চাই। মঞ্চ যে প্রস্তুত করেই রেখেছে মিরপুর। বাংলাদেশের হোম অব ক্রিকেট। আজ চূড়ান্ত এই প্রত্যাশা নিয়েই মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নামছে টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল তিনটা বাজার ক্ষন গণনা শুরু হয়েছে। ভারতকে কাঁপিয়ে দিতে প্রস্তুত টাইগাররা। গ্যালারিজুড়ে যখন ‘মওকা মওকা’ চিৎকারে ভারি হয়ে উঠবে, তখন ধোনির দল মুস্তাফিজ নামের নীরব ঘাতককে ঠেকাতে ব্যস্ত হয়ে উঠবে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার অলরাউন্ডার নাসির হোসেন বলেন, বাংলাওয়াশ সম্ভব। আমরা জেতার জন্যই মাঠে নামব। পাশাপাশি ভারত আমাদের ওপর তাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আক্রমণ করবে, এটা আমরা জানি। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি বলে জানান তিনি।

আজকের ম্যাচে আর তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে পারলেই বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন সাকিব। এর আগে এমন গৌরব অর্জন করেছেন স্পিনার আবদুর রাজ্জাক।

মুস্তাফিজ যদি আজকের ম্যাচেও ৫ উইকেট নেন, তাহলে তিনি ছুঁয়ে ফেলবেন ওয়াকার ইউনুসকে। ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া একমাত্র বোলার পাকিস্তানের প্রাক্তন এই পেসার। ব্যক্তিগত রেকর্ডে নিজেদের আরেক উচ্চতায় নিয়ে যেতে আজও হয়তো জ্বলে উঠবেন সাকিব-মুস্তাফিজরা।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০, পাকিস্তানের বিপক্ষে ৩-০ এর পর আজ ভারতকে হারাতে পারলেই হবে ৩-০। দেশের মাটিতে টানা তিন সিরিজে প্রতিপক্ষকে বাংলাওয়াশ করবে মাশরাফির দল।

টাইগাররা এখন ভারতের কাছে অমীমাংসিত রহস্যের মতো। মুস্তাফিজের বোলিং তো আরও রহস্যময়। সেই রহস্যের ঘেরাটোপে ভারতকে আরেকবার আটকে ফেলে বাংলাওয়াশ করার অপেক্ষায় স্বাগতিকরা। দলের সবাইকে খেলা উপভোগ করতে বলেছেন মাশরাফি, তবে লক্ষ্য জয়।

নিউজবাংলা/একে