নিউজবাংলা: ২৪জুন, বুধবার:
মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মার আকস্মিক ভাঙনে সেতুর নির্মাণ কার্যক্রমে বিঘ্ন ঘটার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভাঙন প্রতিরোধে এ পর্যন্ত ২০ হাজার বস্তা বালুর ব্যাগ ও ৫ লাখ বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে বলে জানান তিনি।
বুধবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মাসেতু প্রকল্প এলাকায় ভাঙন দৃশ্য পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের। এ সময় পদ্মা সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৩টা থেকে বুধবার সকাল পর্যন্ত কুমারভোগস্থ পদ্মা সেতু প্রকল্পের ৫০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় পদ্মা সেতু প্রকল্প পাইলিং কাজ বিঘ্নিত হয়। নির্মাণ কাজের বিভিন্ন সরঞ্জামও নদীতে বিলীন হয়ে যায়।