নিউজবাংলা: ২৪জুন, বুধবার:

ঢাকা: ২২ বছর বয়সী দুষ্টু-মিষ্টি খ্যাত আলিয়ার রাজত্ব এখন সর্বত্র। বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের এই আইকন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাঁচ মিলিয়ন ভক্ত-অনুসারির ভালোবাসায় যুক্ত হয়েছেন।

কম সময়ে আলিয়ার টুইটারে এতো অনুসারি ছাড়াবে, হয়তো অনেকেই ভাবতে পারেন নি। তাই বলিউডের অনেকই মনে করেন আলিয়ার সরল উক্তি আর সুন্দর হাসির কারণে তার অনুরাগীর সংখ্যা এতো ছাঁড়িয়েছে।

টুইটারে সচেতন আলিয়া এ খবর পাওয়ার পর তার অনুরাগীদের জন্য টুইট করে বলেছেন, আহ পাঁচ মিলিয়ন ওয়াও। আমার সব অনুরাগীকে ধন্যবাদ। আমি খুব খুশি এমন সাফল্যের জন্য। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।

স্টুডেন্ট অব দ্য ইয়ার আলিয়ার সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার টুইটারে ভক্ত ১.৯৭ মিলিয়ন এবং বরুণ ধাওয়ানের ভক্ত ১.৫৮ মিলিয়ন গিয়ে ঠেকেছে। সে থেকে বলা যেতে পারে আলিয়া রাজত্বের রাণী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন।

বর্তমানে করণ জোহর পরিচালিত কাপুর এ্যান্ড সনস্ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। এছাড়া উড়তা পাঞ্জাব সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন।
নিউজবাংলা/একে