নিউজবাংলা: ২৪জুন, বুধবার:
গোপালগঞ্জ প্রতিনিধি : দুই বাস শ্রমিককে মারধর করার প্রতিবাদে গোপালগঞ্জ-খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে গোপালগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। বুধবার সকাল থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
শ্রমিকেরা জানায়, মঙ্গলবার বিকেলে বেনাপোল থেকে আসা বিশ্বাস পরিবহণের যাত্রীবাহী একটি বাস খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে গোপালগঞ্জের যাত্রী ওঠাতে থাকে। এ সময় গোপালগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিক নাজমুল সরদার (২৭) ও জুলহাস শেখ (২৯) বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে খুলনার বাস শ্রমিকেরা তাদের মারধর করে।
এর প্রতিবাদে বুধবার সকাল থেকে গোপালগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা গোপালগঞ্জ-খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে।
এ ছাড়া জেলা শহরের পুলিশ লাইন্স এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা সকল যাত্রীবাহী বাস আটকে দিয়ে যাত্রীদের নামিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। গোপালগঞ্জ থেকে বাস ছেড়ে না যাওয়ায় এবং খুলনা থেকে আসা বাস ফেরত পাঠিয়ে দেওয়ার ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।
নিউজবাংলা/একে