আত্রাইয়ে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
নিউজবাংলা: ২৪জুন, বুধবার:
মোঃ রুহুল আমীন,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রশাসক এনামুল হককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন আত্রাই উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের পেশা জীবি ব্যক্তিবর্গ।
এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমস্ত হেনরী কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ এনামুল হক, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
এ সময় উপস্থিত থেকে বক্তৃতা করেন, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ খান, উপজেলা আ’লীগের সভাপতি নপেন্দ্র নাথ দত্ত, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোসÍফা বাদল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, নির্বাচনী অফিসার মোঃ রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, অধ্যক্ষ ইমতিয়াজ হোসেন, ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম দুলু প্রমুখ।
এ সময় বক্তারা জেলা প্রশাসকের দীর্ঘ কর্মময় জীবনে প্রশাসনের পদে থেকেও তিনি মানুষের মাঝে ভাল প্রশাসক, ভাল মানুষ, সংস্কৃতিক মনা, শিল্পী, ও পরিবেশ বাদী হিসেবে আক্ষ্যায়িত করেছেন। তার দিক নির্দেশনায় ধন্য হয়েছে এই জেলার সর্ব শ্রেণী পেশার মানুষ।
জেলা প্রশাসক তার বিদায়ী বক্তৃতায় বলেন, তার কর্মকালীন সময়ে যা ভালো কিছু রেখে গেছেন তাকে গ্রহন করতে, খারাপ দিক গুলোকে বর্জন করতে তবেই জাতীর কল্যান নিহিত হবে। তিনি আরও বলেন আলোকিত মানুষেরা পথ হারায় না বরং তারা অন্ধকারে থাকা মানুষদের আলোর পথ দেখায়।
এ বিদায় অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে