নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:

মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার অভিযোগে পাঁচজনকে জেল এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে বংশাই নদীর চাকলেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয় এবং রাতে জেল জরিমানা করা হয়। এসময় উত্তোলন করা বালু বহনকারী একটি ট্রলারও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

যাদের কারাদন্ড দেয়া হয়েছে তারা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরিষাদানি গ্রামের মানিক মিয়া (২৩), পটুয়াখালী সদরের তেলিখালি গ্রামের জাকারিয়া (২০) ও নয়ন মাতুব্বর (১৮), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আলকলম গ্রামের মোস্তফা মিয়া (৪০) এবং বালিহাড়ি গ্রামের রফিক বেপারী (৪৮)। এছাড়া বরিশাল সদরের ভেদুরিয়া গ্রামের শাহ আলম হাওলাদার (৫৭) কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি যুবলীগ নেতা আবু সাঈদ মিয়া, বিএনপি নেতা গোড়াইল গ্রামের রজব মৃধা ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সহিদুর মৃধা মিলে চারটি ড্রেজার দিয়ে বংশাই নদীর চাকলেশ্বর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে ওই এলাকায় নদী তীরবর্তী বাড়ি, আবাদি জমি ও কয়েকটি বিদ্যুতের খুঁটি হুমকির মুখে পড়ে।

বংশাই নদীর তীরবর্তী গোড়াইল গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় তাদের বসত বাড়িসহ আবাদি জমি হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনে বাধা দিলে আবু সাঈদ, রজব মৃধা ও সহিদুর মৃধা তাদের গালিগালাজ ও মারপিট করতে আসে বলে তারা অভিযোগ করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আইয়ুব খান জানান, ওই এলাকা থেকে বালু উত্তোলনের কথা জেনে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক ও একটি ট্রলার জব্দ করা হয়। আটক সবাই ট্রলার ও ড্রেজারের শ্রমিক বলে তিনি জানান।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চাকলেশ্বর এলাকায় নদীর দুই পাড়ে বিদ্যুতের জাতীয় গ্রিডের দুটি খুঁটি রয়েছে। যা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে। ওই এলাকায় চারটি ড্রেজার দিয়ে বালু তোলার খবর পেয়ে অভিযান চালানো হয়।’

বালু তোলার সঙ্গে জড়িত মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, সন্ধ্যায় আটককৃদের মধ্যে পাঁচজনকে ১৫ দিনের জেল ও একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিউজবাংলা/একে