নিউজবাংলা: শুক্রবার, ২৬ জুন:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

“পরিবার, সমাজ ও দেশের কথা ভাবুন মাদককে বর্জন করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যে’র অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ জুন সকাল ১১টায় র‌্যালীটি উপজেলা

পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অন্যান্যে’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাদেক আলী ভূইয়া, বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ আলী খানশুর, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বিআরডিবি’র চেয়ারম্যান আবু হায়াত খান নবু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক।

 

নিউজবাংলা/একে