রাজ্জাককে আনতে মিয়ানমারে বিজিবি প্রতিনিধি দল
নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:
কক্সবাজার: নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকে অংশ নিতে বিজিবির ৬ সদস্যের প্রতিনিধি দল রওনা করেছেন।
বৃহস্পতিবার সকালে রওনা দেন তারা।সর্বশেষ খবরে জানা গেছে, বিজিবি ও বিজিপির কর্মকর্তারা বৈঠকে বসেছে।
এর আগে গতকাল মঙ্গলবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নাম পাঠানো হয়েছিলো।
বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে বিজিবিপ্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘তারা আমাদের ভাইবারের মাধ্যমে ম্যাসেজ দিয়ে এবং সর্বশেষ তারা একটি লিখিত চিঠি পাঠিয়ে বিষয়টি আমাদের অভিহিত করেছে যে, নায়েক রাজ্জাককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিবে। এ জন্য তাদের লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে নয় থেকে ১০ জন সদস্য থাকবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে নায়েক রাজ্জাককে ফেরত আনার ব্যাপারে যে প্রতিনিধিদল যাবে তাদের তালিকা চেয়েছে। গতকাল রাতে আমরা তাদের ভাইবারের মাধ্যমে নামগুলো জানিয়েছি এবং আজ সকালে লোকমারফত আমাদের অফিশিয়াল চিঠিটি পৌঁছানো হয়েছে।’
বিজিবির মহাপরিচালক জানান, মিয়ানমার সীমান্ত বাহিনীর প্রস্তাবের পর বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নাম পাঠানো হয়েছে। মিয়ানমারের পক্ষে সে দেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট কর্নেল থি হান।
গত ১৭ জুন টেকনাফের নাফ নদীতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে নিয়মিত টহল দেওয়ার সময় বিজিপি গুলি ছোড়ে। এতে বিপ্লব নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। বিজিপি নায়েক আবদুর রাজ্জাককে তুলে নিয়ে যায়।
নিউজবাংলা/একে